Oviman by Tanveer Evan - Tanveer evan Lyrics
| Singer | Tanveer evan |
আমি পারিনি, তোমাকে আপন করে রাখতে।
আমি পারিনি, তোমাকে আবার আমার করে রাখতে।
তুমি বুঝোনি, আমি বলিনি।
তুমি সপ্নতে কেন আসনি?
আমার অভিমান তোমাকে নিয়ে
সব গেয়েছি। (২x)
গানে গানে সুরে সুরে কত কথা বলেছি তোমাকে
তুমি বুঝোনি, বুঝোনি…
কখনও যদি আনমনে চেয়ে
আকাশের পানে আমাকে খুঁজো
কখনও যদি হঠাৎ এসে
জড়িয়ে ধরে বলো ভালোবাসো।
আমি প্রতিরাত, হ্যাঁ প্রতিক্ষণ
খুব অজানায়, কত অভিনয়
করে বসি তোমায় ভেবে।
আমার অজতা সব লেখা গান
সব শুনে মন করে উচাটন,
তুমি বুঝোনি কেন আমাকে।
তুমি বুঝোনি, আমি বলিনি।
তুমি সপ্নতে কেন আসনি?
আমার অভিমান তোমাকে নিয়ে
সব গেয়েছি। (২x)
গানে গানে সুরে সুরে কত কথা বলেছি তোমাকে
তুমি বুঝোনি, বুঝোনি?

0 Comments